কক্সবাজার প্রতিনিধিঃ(রিয়াদ উদ্দিন)
কক্সবাজারের চকরিয়া পশ্চিম বড়ভেওলা,ডেমুশিয়া,কোনাখালী সহ তিন ইউনিয়নের কয়েক লক্ষ মানুষ কৃষি কাজ, খাবার পানি, নিত্যপ্রয়োজনে ব্যবহারের পানিসহ মিঠা পানির জন্য পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বুইজ্জারমার খালের উপর নির্ভরশীল।
সম্প্রতি সময়ে ডেমুশিয়া ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সীমানার মাঝ খানে বয়ে যাওয়া শতবর্ষীয় বুইজ্জার মার খালে কিছু কুচক্রী মহল ইজারাদারদের সমন্বয়ে লবণ পানি ডুকিয়ে খালের পানি ব্যবহার অনুপযোগী করে ফেলেছে, যার ধরুন তিন ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের জনজীবন মিঠা পানির অভাবে অতিষ্ট হয়ে উঠেছে। অনেক ভুক্তভোগী নাম না প্রকাশের স্বার্থে বলেন-পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলার যোগ সাজোজে ইজারাদারেরা বেপরোয়া ভাবে লবণাক্ত পানি ঢুকাচ্ছে। এলাকাবাসী সময়ের প্রয়োজনে পানি ব্যবহার করলেও অনেক সময় ইজারাদারেরা জাল দিয়ে মাছ শিকার করছে বলে এলাকাবাসী কে মাছ চুরির অপবাদ দিচ্ছে প্রতিনিয়ত।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের আপত্তি সত্ত্বেও প্রতি বছর এই জলমহালটি সরকার ইজারা দিয়ে থাকেন। ইজারাদারগণ নিজেদের সুবিধার্থে চিংড়ি মাছের অধিক ফলনের আশায় ইচ্ছে মত লবনাক্ত পানি ডুকিয়ে থাকেন,যার ফলে সামনের বরো মৌসুমে বীচতলা তৈরির আশংঙ্কা আছেন তিন ইউনিয়নের কয়েক লক্ষ কৃষক।
এ বিষয়ে চেয়ারম্যান বাবলার সাথে কথা বলতে তার বাসায় গেলে তিনি জরুরি প্রয়োজনে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন বলে জানান বাড়ির পাহারাদার,
মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিশেষ করে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নবাসী এই অন্যায় অত্যাচার থেকে রেহায় পেতে স্হানীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।