|| ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহ শহরে আইনের তোয়াক্কা না করে খালের জমি দখল করে ৭ তলা ভবন নির্মান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২১
ময়মনসিংহ মহানগরের নতুন বাজার রেল ক্রসিং সংলগ্ন ৬/২ পঁচা পুকুর পাড় এলাকায় সাত তলা ভবন নির্মান কাজ একটি সংঘবদ্ধ গোষ্ঠী চালিয়ে যাচ্ছে । স্থানীয় লোকজন সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরেও কোন ব্যবস্হাগ্রহন হচ্ছেনা ।
অবৈধ ভাবে ভবন নির্মান কাজের নেতৃত্ব দিচ্ছেন মো: আব্দুর রহিম নামের এক প্রভাবশালী ব্যক্তি।তার সাথে রয়েছেন ২৩ জনের সিন্ডিকেট সদস্য।
উল্লেখিত ২৩ সিন্ডিকেটের ব্যক্তিগন ১১ শতাংশ ২৮ পয়েন্ট জমি ক্রয় করে আইন কানুনের তোয়াক্কা না করে ভবন নির্মান কাজ শুরু করেছেন। ভূমির উত্তরাংশে রয়েছে রেললাইন, পশ্চিম সাইডে মাকরজানি খাল এবং চলাচলের জন্য মাত্র ৭৫ পয়েন্ট জমি যা ৩/৪ ফুট চওড়া রাস্তা ।
এই চক্রটি মাকরজানি খালের অনুমান ৮ ফুট জায়গা দখল করে নিয়েছেন। এতে পানি নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হবে।
পূর্বদিকে বসবাসকারী লোকজনদের পারিবারিক চলাচলের জন্য রাস্তাটির ৩২ পয়েন্ট জায়গাও দখল করে নিয়েছে। এতে অনেক গুলো পরিবারের চলাচল হুমকিতে পড়ছে।
প
এ ছাড়াও সিটি কর্পোরেশনের জায়গাতেও পাইলিং করা হচ্ছে । পারিবারিক চলাচলের রাস্তাটি গায়ের জোড়ে দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে । এতে এলাকাবাসীর চলাচলের জন্য চরম বিপযয় নেমে এসেছে।
মাত্র ৪ ফুট রাস্তার উপর ভিত্তি করে কি ভাবে ৭ তলা ভবন নির্মানের অনুমতি পেল এ প্রশ্নে এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে।
সূত্র জানিয়েছে এব্যাপারে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্হা গ্রহন না করলে আদালতের আশ্রয় নিবে ক্ষতিগ্রস্হ এলাকাবাসী ।
স্থানীয় ভূক্তভোগীগন ক্ষোভ প্রকাশ করে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে। স্হানীয় রওশন আরা, সিরাজুল ইসলাম, অজিফা খাতুন, আবুল হোসেনসহ একাধিক ব্যাক্তি ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন(উপ সচিব ) বলেন প্ল্যান অনুযায়ী কাজ না হলে অথবা সিটি কর্পোরেশনের জায়গাতে স্হাপনা করা হলে কর্পোরেশনের আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।
কর্তৃপক্ষের রহস্য জনক নীরবতা জনমতে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.