|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মেহেরপুরে এক সংখ্যালঘু কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২১
মেহেরপুর পৌর শহরের হালদার পাড়ায় অনু ভূঁইমালি নামের এক সংখ্যালঘু কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ। অনু ভুঁইমালি হালদার পাড়ার অনুপ কুমার ভুঁইমালির মেয়ে, সে মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী।
রবিবার দুপুরের দিকে তাদের নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মেয়েটি।
জানাগেছে অনু ভূঁইমালি মুসলিম এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পরে বলে জানা গেছে।
এদিকে অনুর মা বকাবকি করেন বলে এই মৃত্যু কারন না ছেলেটির কাজেকর্মে তার মৃত্যু হয়, এ বিষয় এলাকায় তোলপাড় সৃষ্টি চলছে। এলাকার লোকজন জানান বিষয় গুলো তদন্তের মধ্যেমে বলা যাবে মেয়েটির মৃত্যুর কারন। মেয়েটির পরিবারের মেয়ে হারিয়ে অসহায় মৃত্যুর কারন কোন দিকে গড়াছে তা বলা মুসকিল।
এদিকে পুলিশের অভিযোগ,এ বিষয়ে তদন্ত চলছে কোন বিষয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অনু। তা তদন্ত করে জানা যাবে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এই মুহূর্তে মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.