|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ব্ল্যাক ফাঙ্গাসেই মারা বারডেমের রোগী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২১
রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত ২৫ মে ওই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করেছিলেন চিকিৎসকরা। গত রবিবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
এবিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন রবিবার (৩০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন।
এর আগে রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে তিনি এ কথা বলেন, আমরা মিউকরমাইকোসিসে একজন রোগীকে হারিয়েছি।
এবং গত ২৫ মে বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন জানান, আমরা সন্দেহ করে বলেছি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিকিৎসাধীন ব্যক্তি মারা গেছেন।
এবিষয়ে আমরা এখনও কনফার্ম করছি না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.