|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীমান্তবর্তী সাত এলাকায় লকডাউনের সুপারিশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২১
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী সাত এলাকায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।
লকডাউনের আওতায় আনা হয়েছে সাতটি জেলা- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। আজ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
জনস্বাস্থ্যবিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে সাংবাদিকদের জানান গতকাল শনিবার একটি বৈঠকে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তের ওপর নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।
এসব সাতটি জেলায় সংক্রমণ বেশি বলে জানান । এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি গুলো।
বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হবে। মন্ত্রণালয়ে আজ বিকালে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.