|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
“যশোরের ১১ শিব মন্দিরে হিন্দু মহাজোটের আলোচনা সভা অনুষ্ঠিত”-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২১
যশোর জেলার অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ১১ শিব মন্দির প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন অভয়নগর উপজেলা শাখা।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন :-
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শ্রী শুভ্র বিশ্বাস।
যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক : ইঞ্জি: মৃণাল কে. মধু।
যুব মহাজোট এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক : শ্রী নারায়ণ সরকার।
খুলনা জেলা হিন্দু মহাজোটের, সাধারণ সম্পাদক, শ্রী সুশান্ত কুন্ডু।
যশোর জেলা কমিটির, সভাপতি, শ্রী অমল অধিকারী।সহ-সভাপতি,নীলরতন বিশ্বাস।সাংগঠনিক সম্পাদক, শ্রী শিপন অধিকারী।
বাংলাদেশ জাতীয় হিন্দু সেচ্ছাসেবক মহাজোট এর:-
খুলনা বিভাগীয়, সাংগঠনিক সম্পাদক- শ্রী সবুজ বিশ্বাস।মনিরামপুর উপজেলা কমিটির, আহবায়ক-শ্রী উত্তম দাস ও ব্রজেশ্বর বিশ্বাস।অভয়নগর উপজেলা কমিটির, আহবায়ক, শ্রী সুদীপ্ত অধিকার (সেতু), সদস্য সচিব, শ্রী অনুপম দাস অনুপ।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর ঃ যশোর জেলা কমিটির,সভাপতি-শ্রী শিশির বিশ্বাস।নির্বাহী সভাপতি, শ্রী প্রান্ত দাস।সাধারণ সম্পাদক- শ্রী তামাল রায়।সাংগঠনিক সম্পাদক- শ্রী চন্দন হালদার।দপ্তর সম্পাদক- শ্রী মহিতোষ দাস।যুগ্ম আহবায়ক- শ্রী কৌশিক দাস।যশোর সদর উপজেলা কমিটির, সদস্য- শ্রী সুজয় দাস।
আরও উপস্থিত ছিলেন :শ্রী বিপুল কুমার অধিকারী, সহকারি অধ্যক্ষ, আমদাবাদ কলেজ যশোর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও
বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা কমিটির সদস্য বৃন্দ ও এলাকার ধর্মপ্রান গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.