|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সিলেটে ঘণ্টায় চারবার ভূমিকম্প-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২১
সিলেটে ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্প অনুভূত হয়,এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মাঝে।
তাদের মধ্যে ধারণা ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরণের ভূমিকম্প হতে পারে।
আর বড় ধরণের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন।
আজ সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে এসব ভূমিকম্প অনুভূতির কথা জানান।
এসব বিষয় নিয়ে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম জানান, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবগত হয়েছি।
ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট, এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
সকল বিষয়ে আমরা কাজ করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.