|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কৃতজ্ঞতা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২১
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দুনিয়াজুড়ে শান্তিরক্ষী মিশনে কর্মরত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়েছেন।
আজ শনিবার (২৯ মে) টুইটারে দেওয়া এক বার্তায় এমন কৃতজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। টুইটে অ্যান্টোনিও গুতেরেস জানান, ‘শান্তিরক্ষী দিবসের প্রাক্কালে তিন তরুণ শান্তিরক্ষী সীরা, ক্যারোলিনা এবং এরিকের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত ও খুশি হয়েছি।
অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে তারা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে। তাদের প্রতি এবং জাতিসংঘের সব শান্তিরক্ষীদের প্রতি আমার কৃতজ্ঞতা; যারা শান্তির জন্য কাজ করে চলেছেন।’
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ শনিবার (২৯ মে)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.