|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাহসের প্রতীক ছিলেন কাজী নজরুল ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত করা ও উদ্দীপ্ত করেছিলেন।
তার গান ও কবিতা সব সময় যে কোনো স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে আছে থাকবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কবি কাজী নজরুল ইসলাম ধর্ম-বর্ণের সবার ঊর্ধ্বে মানবতার জয়গান গেয়েছেন, নারীর অধিকারকে করেছেন সমুন্নত।
তিনি প্রকৃতই প্রেমের এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। সকল জাতি, ধর্ম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন সাহসের প্রতীক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.