|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, ৭ আসামির জামিন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২১
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত ১৮ আসামির মধ্যে সাতজনের জামিন মঞ্জুর করে হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ করেন।
১৮ আসামির মধ্যে বাকি ১১ জনের বিষয়ে আগামী ৩০ মে আদেশ দেয়া হবে। উল্লেখ্য, চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন যশোর-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০০২ সালের ৩০শে আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। ওইদিন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.