রাজশাহীতে হোটেলের অসামাজিক কার্যক্রম চালিয়ে যাছিলো একজন অসামাজিক আচরণের লোক রমিজ রাজা , এর বিভিন্ন অপকর্মের চিত্র ও তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করে (দৈনিক বাংলার অধিকার) রাজশাহী ব্যাুরো প্রধান আকাশ সরকার,এই সংবাদের উপর ক্ষিপ্ত হয়ে হুমকির দেন রমিজ রাজা নামের একজন হোটেল ব্যাবসায়ি।
সাংবাদিক আকাশ সরকারের নিরাপত্তার কারণে
নগরীর শাহমুখদুম থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন বলে জানান।
(জিডি কপি)ঃ
তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান, বিগত কয়েক বছর যাবৎ নানা অপকর্ম ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে হোটেলটি, পুলিশ প্রশাসন কয়েকবার অভিযান চালিয়ে পতিতা সহ খদ্দেরকে আটক করে।
এছাড়াও সেখানে মাদক ব্যাবসায়ীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পূর্ব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে করতে গেলে সকল অভিযোগের সত্যতা পাওয়া যায়।
গত ২১ মে “রাজশাহীতে আবাসিক হোটেলের সামনে জাতীয় পতাকা টানিয়ে অসামাজিক কার্যকলাপ” শিরোনামে সংবাদ প্রকাশ করেন। যা দৈনিক বাংলার অধিকার সহ বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর থেকে উক্ত হোটেলের ম্যানেজার রমিজ রাজা প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মেরে ফেলার হুমকি দেয়
(যার অডিও ভয়েজ রেকর্ড সংরক্ষিত) ।
রিপোর্টার আকাশ সরকার নিজের নিরাপত্তার চেয়ে গত ২৪ মে আনুমানিক রাত ১ টার সময় নগরীর শাহমুখদুম থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন।
এবিষয়ে প্রতিবেদক সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান , আমি এলএলবি (ল) পড়াশোনা শেষ করেছি,বর্তমানে আমি রাজশাহীর নিম্ন আদালতে উকালতি প্রশিক্ষন নিচ্ছি। এর পাশাপাশি আমার আগে থেকে লিখালিখির অভ্যাস ছিল তাই আমি দৈনিক বাংলার অধিকার এর রাজশাহী ব্যুরো চীফ হিসেবে, কাজ করি বিগত ৫ বছর, এর মাঝে বেশ কিছু অনলাইনে কাজ করছি।
আমি কখনো কোনদিন কারো ক্ষতি বা ভুল তথ্য প্রকাশ করিনি। আমি কাজ করি দেশ ও সমাজের জন্য, তুলে ধরি সমাজের নানা অসংগতি কাজ গুলো যা দেশের জন্য একটি মোহান কাজ।
গত ২১ তারিখে হোটেল ষ্টার ইন্টারন্যাশনাল কে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে সেটি বস্তুনিষ্ঠ সংবাদ আমি কোন প্রকার ভুল তথ্য প্রকাশ করি না। সাংবাদিকরা সবসময় দেশের পক্ষে কাজ করেন, আমিও সেটি করে রাস্ট্র কে সাহায্য করেছি,।
প্রতিবেদক আরও বলেন ভুল তথ্য প্রকাশ করলে আমার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করার নিয়ম আছে,হোটেল টি আমার বিরুদ্ধে মামলা করবে। তা না করে ঐ হোটেলের ম্যানেজার রমিজ রাজা অদৃশ্য ক্ষমতাবলে পেশী শক্তি জোরে আমাকে অকথ্য ভাষায় গালাগাল সহ মেরে ফেলার হুমকি দিচ্ছে।
আংশিক ছবি
যেকোন সময় ঐ হোটেল ম্যানেজার রমিজ রাজা আমাকে তার সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে আমার উপর আক্রমন করতে পারে।
এমতাবস্থায় আমি বাধ্য হয়েই গত ২৪ মে রাতে নিজের নিরাপত্তার চেয়ে সাধারণ ডায়েরি করেছি। বর্তমানে আমি অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমি প্রশাসনের সহযোগিতা চাচ্ছি যেন ঐ অসামাজিক কার্যকলাপে মুলহোতা রমিজ রাজা’কে গ্রেফতার করে সমাজের এই নোংরা, ঘৃন্য কাজ থেকে দেশ ও পরিবেশ কে
রেহায় দেয়।