|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিক্ষা মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আনা হচ্ছে:দিপুমনি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২১
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি আয়োজিত ‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২১’ এর জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সনদ সর্বস্ব, পরীক্ষা নির্ভর ও নিরানন্দ শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে কাজ করছে চালু করছে সরকার।
আর একইসঙ্গে মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২৪ মে) প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘জিপিএ-৫ পাওয়া, মেধা যাচাইয়ের একমাত্র পদ্ধতি হতে পারে না।
তাই মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরি। আমরা অতীতের শিল্প বিপ্লবগুলো থেকে উল্লেখযোগ্য সুবিধা নিতে পারিনি, তাই চতুর্থ শিল্প বিপ্লবে আমরা সফল অংশীদার হতে চাই।
শিক্ষামন্ত্রী আরও জানান, পাশাপাশি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যথাযথ সুফল আমরা নিতে পারিনি। তাই আগামী ১০ বছরে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল নিতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.