চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে গেছে। রোগী শনাক্তের হার ৫৫ শতাংশ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো জেলায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে শহরের নিজ কার্যালয়ের মিটিং রুমে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান, সোমবার রাত ১২টার পর থেকে পরের সপ্তাহ অথাত আগামী রোববার পর্যন্ত গোটা জেলায় সাত দিনের কঠোর লকডাউন থাকবে।
তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে বলে জানান চাপাইনবাবগঞ্জ ডিসি।