|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝরে ভুট্টা চাষীরা ক্ষতি গ্রহস্ত কৃষকের-প্রনোদনা দাবী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২১
পীরগঞ্জে কালবৈশাখী ঝরে বিভিন্ন গ্রামের ভুট্টা চাষীরা ক্ষতি গ্রস্ত হয়েছে।
শুক্রবার বিকেলে ভুট্টা চাষীর তথ্য সংগ্রহ করতে গিয়ে সরেজমিন দেখা যায়।কালবৈশাখী ঝরো হাওয়ায় বিভিন্ন গ্রামের ভুট্টা উপরে মাটিতে শুয়ে পরে এতে কৃষক ভুট্টা চাষীরা ক্ষতি গ্রহস্ত হয়।
আংশিক ভিডিও ঃ[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/05/received_4381685945184072.mp4"][/video]
জানা যায় পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের খরশান আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন পার্শ্ববর্তী জয়কৃষ্ণপুর মৌজায় ভুট্টা চাষ করলে কালবৈশাখী ঝরে ভুট্টা উপরে পড়লে ক্ষতি গ্রস্ত হয়।
এবিষয়ে জয়নাল আবেদীনের সাথে কথা হলে তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান,কি বলব কালবৈশাখী ঝরে আমার ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে।তিনি করোনা কালীন কালবৈশাখী ঝরে ভুট্টা ক্ষেত ক্ষতি গ্রস্ত হওয়ায় প্রণোদনা দাবি করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.