|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্টিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে (২০ মে) সকাল ১১টায় নান্দাইল সাংবাদিক সমাজের আয়োজনে উপজেলার সামনে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। [video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/05/received_238548818072740.mp4"][/video]
মানববন্ধনে বক্তারা বলেন, ‘তথ্য চুরির অভিযোগ এনে সহকর্মী রোজিনার ইসলামকে নির্যাতন করা হয়েছে যা অনাকাঙ্ক্ষিত। শুধু তাই নয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখন,সাংবাদিক এনামুল হক বাবুল,প্রভাষক অরবিন্দ পাল অখিল,আলম ফরাজি,রমেশ কুমার পার্থ, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, প্রবাল মজুুমদার,শামছ-ই তাবরিজ রায়হান, মো. রফিকুল ইসলাম খোকন, জালাল মন্ডল, প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান,আওয়ামীলীগ নেতা নজিবুল্লাহ লিটন,সাংবাদিক শামসুজ্জামান বাবুল,আবু হানিফ সরকার রিপন,শফিকুল ইসলাম ,রফিকুল ইসলাম ,মনুজুরুল হক ,ফরিদ মিয়া, শাহজাহান ফকির,জহিরুল ইসলাম , মাহমুদুল হাসান পারভেজ, রমজান আলী প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.