|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ঘোষণা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২১
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র নতুন সহায়তার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি জে ব্লিঙ্কেন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সঙ্কট মোকাবেলায় ২০২১ সালের যৌথ কার্যক্রম পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশের আশ্রয়দানকারী জনগোষ্ঠী এবং মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র নতুনভাবে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন।
আমাদের সহায়তা মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে ভয়াবহ সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা নারী ও শিশুসহ ৯ লাখ শরণার্থীর অত্যাবশ্যকীয় চাহিদা মেটাতে সহায়ক হবে।
রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবেলায় প্রধান দাতাদেশ হিসেবে নৃশংসতার শিকার ও সঙ্কটাপন্ন অন্যান্য নাজুক মানুষদের জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এ অর্থ সহায়তা নিয়ে ২০১৭ সালের মার্চে মিয়ানমার সামরিক বাহিনী কর্তৃক বর্বরোচিত সহিংসতার পর থেকে বাংলাদেশ, মিয়ানমার ও এ অঞ্চলের অন্যান্য স্থানে সঙ্কটাপন্ন মানুষদের জন্য আমাদের সর্বমোট মানবিক সহায়তার পরিমাণ গিয়ে দাঁড়ল ১.৩ বিলিয়ন ডলারে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত কার্যক্রমে দেয়া ১.১ বিলিয়ন ডলারেরও বেশির ভাগ।
এ সঙ্কটে ব্যাপক অর্থায়ন চাহিদা থাকার প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলোতে কিছু সদস্যদেশ কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমে দেয়া অর্থ সহায়তাকে আমরা স্বাগত ও ধন্যবাদ জানাই।
আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো প্রচেষ্টা নেয়ার জন্য উৎসাহিত করছি এবং সেইসঙ্গে অর্থ সহায়তা দেয়ার জন্য অন্যান্য দেশ ও অংশীদারদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.