|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রথম আলোর মহিলা সাংবাদিক গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২১
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) হারুন-অর-রশীদ।
এই মামলায় বাদী করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানীকে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডাঃ মোঃ শিব্বির আহমেদ উসমানী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
মামলার একমাত্র আসামি রোজিনা ইসলাম। দ-বিধি ৩৬৯, ৪১১ ধারায় ও অফিসিয়ালস সিক্রেসি এ্যাক্ট ৩ ও ৫ ধারায় মামলা করা হয়েছে।
এর আগে সোমবার রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে থানায় নিয়ে আসা হয়রোজিনাকে। সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারী গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের জানান, ‘রোজিনা কাগজপত্র সরানোর সময় একজন অতিরিক্ত সচিব, পুলিশের একজন সদস্য দেখে তাকে চ্যালেঞ্জ করে বলেন, এটা তিনি নিয়ে যেতে পারেন না। তখন পুলিশকে জানানোর পর মহিলা পুলিশ আসে।’
রাত ১২টার দিকে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ শাহবাগ থানায় সাংবাদিকদের বলেন, ‘রোজিনা বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু আলোচিত রিপোর্ট করেছেন, নিয়োগ দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছেন। এই সমস্ত রিপোর্টের কারণে, আমাদের ব্যক্তিগত ধারণা, তিনি এসব রিপোর্টের কারণে আক্রোশের শিকার হয়েছেন, অন্যরা আক্রোশের বশবর্তী হয়ে এ কাজটি করেছে।’
সোমবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদের কক্ষের সামনে অবস্থান নেন অর্ধশতাধিক সাংবাদিক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.