|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভারতে করোনায় একদিনে চার হাজার জনের মৃত্যুর খবর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২১
গত ৫ দিন ধরে ভারতের করোনা সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশেই রয়েছে। গতকাল দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জনের মতো। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ দাড়িয়ে।
আর ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার জনের মতো। আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় কিছুটা আশার আলো দেখেছে ভারত। কিন্তু তিন দিন পরেই তার চিত্র ভিন্ন হয়ে আসছে।
ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন, স্বাস্থ্যবিধি পালন, নতুন গাইডলাইন জারি করার পরেও আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৩১৭ জন প্রাণ হারিয়েছে বলে জানা যায়।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি। ফলে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে ৫ হাজারের বেশি। নতুন করে আশার আলো দেখতে পেয়েছে ভারত,
করোনাকালে কভিডে আক্রান্ত হওয়ার পর ২ কোটিরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
জানা যায় ভারত কঠোরভাবে পরিচালনা করছে লক ডাউন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.