|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শাগুনি শালবনে ঈদের আনন্দে গন জমায়েত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার ঈদের আনন্দে শাগুনি শালবনে চলছে গন জমায়েত।
সরেজমিনে দেখা যায়,করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলে ও শালবনে মাস্ক বিহীন গন জমায়েত অসংখ্য ভীড় জমে উঠেছে।
ভিডিও আংশিক [video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/05/received_967263597410221.mp4"][/video]
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার এক দর্শনার্থীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান প্রতি বছরই ঈদের আনন্দে এখানে ঘুরতে আসি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে।আজকের দিনে এখানে অনেক গনজমায়েত থাকে তাই শালবন,রবার ডেম,টাঙন নদীর সড়ক ব্রিজ ও রেলওয়ে ব্রিজে খোলা মেলা ঘুরতে ভালো লাগে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান,শাগুনি এলাকায় দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পড়ে অবশ্যই থাকতে হবে।
উক্ত বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি বলেন,সামাজিক দূরত্ব ও মাস্ক পড়া আবশ্যক।গন জমায়েত না করে স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.