|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরের বিশিষ্ট জন ঈদুল ফিতরের নামাজ কে কোথায় আদায় করবেন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২১
দেশ জুড়ে মহামারি করোনা পরিস্থিতির কারণে এবারও মসুলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের ঈদের নামাজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে না।
সরকারি বিধি নিষেধ মেনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে
সীমিত পরিসরে গতবারের মত এবারও বিরামপুরে মুসলিমরা তাদের ঈদুল ফিতরের
ঈদের নামাজ নিজ নিজ এলাকার মসজিদে আদায় করবেন।
তথ্য মতে জানা যায়,মাননীয় বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ শুক্রবার সকাল ৯টায় নিজ গ্রামের বাড়ি চরকাই জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন
বলে জানা গেছে।
বন ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবীর জানান, সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ তার বাসায় আদায় করবেন।
বিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল জানান,ঢাকামোড় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সোয়া ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়
করবেন।
বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু জানান,৫নং রাইচ মিল জামে মসজিদে সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী জানান,ইসলামপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
উপজেলা ভাই- চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল জানান,ষ্টেশন জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ আলী মন্ডল বলেন,বিরামপুর পূর্বপাড়া জামে মসজিদে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
তিনি বলেন,সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ হচ্ছে না। তিনি বলেন,আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এলাকার নিজ নিজ মসজিদে স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন।
বিরামপুর থানা আফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,বিরামপুর থানা চত্তরে অস্থায়ী
মসজিদে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
তিনি বলেন,পবিত্র ঈদুল ফিতর উদযাপন ও লকডাউনের মধ্যে পরিবার নিয়ে সকলেই
সচেতনতায় ঈদের নামাজ আদায় করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে।
শহরের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের নজরদারী ও টহল জোরদার রয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.