|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন-ডাঃ দিপু মনি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২১
উপজেলা নির্বাহী অফিসার, ৫নং ওয়ার্ডে উত্তর বিষ্ণুপুর গুদারা ঘাট নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন, প্রতিশ্রুতি দিলেন আগামীকালই ব্যবস্হা নিবেন মাননীয় অভিভাবক দীপুমমনির নির্দেশে।
মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির কাছে ১নং বিষ্ণুপুর বাসী চির কৃতজ্ঞ প্রকাশ করেন এবং বলেন আপনি আমাদের গর্ব, আপনার দীর্ঘায়ু কামনা করি।
দীপুমমনির নির্দেশ দেয়ার ঠিক তারপর পরপরই পানি উন্নয়ন বোর্ডের এক্স ই এন (নির্বাহী) তিনিও ফোন করলেন ১নং বিষ্ণুপুর ইউনিয়নের উন্নয়নের প্রতিক মানবতার ফেরিওয়ালা সফল চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম কে রাত ১২ টার পরে দামোদরদী স্কুলের সামনে গেলেন জনতার চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের এক্স ই এন নির্বাহী আশ্বস্ত করলেন আগামী কালই ব্যবস্হা নিবেন বলে জানান।
এলাকাবাসী জানান, আপনাদের কে পেয়ে আমরা জনগন সবাই খুশী।
ঈদের পরে উত্তর বিষ্ণুপুর থেকে দামোদরদী নদী কবলিত এলাকাটি বাধের ব্যবস্হা করবেন যা নিয়ে বহু দিন থেকে বহু মানুষ চেষ্টা ছিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.