|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দেশ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভূইয়া – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২১
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলার অধিকার এর প্রধান উপদেষ্টা ও চাঁদপুর জেলা যুলীগের আহবায়ক-আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভূইয়া
দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা বার্তায়
বলেন, করোনাভাইরাসের এই মহামারিতে গণজমায়েত এড়িয়ে ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।
বাণীতে তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
এদিন সব শ্রেণিপেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।
এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই।
মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে সৌন্দর্য ধারণ করে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে আমি সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
একইসঙ্গে আমি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানাচ্ছি।
তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ফাইল ছবি ঃ
প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু (ভূইয়া)
আমার দৈনিক বাংলার অধিকার সকল পাঠক পাঠিকা সহ সকল কে আমার পক্ষ থেকে ও দৈনিক বাংলার অধিকার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.