|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঈদ-উল-ফিতর সকলের জীবনে বয়ে আনুক সূখ সমৃদ্ধি ও অনাবিল আনন্দ:-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২১
মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নেত্রকোণা জেলার সর্বস্তরের জনতাকে ঈদ শুভেচ্ছা “ঈদ মোবারক” জানিয়েছেন, নেত্রকোণা পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ মিয়া।
মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। ত্যাগ আর সংযমের আদর্শ নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদের দিনে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়। পবিত্র ঈদ-উল-ফিতর আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনার এই দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি পালনসহ সরকার গৃহীত প্রতিটি পদক্ষেপ সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও ধর্মীয় মুল্যবোধ রক্ষা বিকল্প নেই। তাই সকলের সমন্বিত প্রচেষ্ঠা ও সততা অব্যাহত থাকলে মহান আল্লাহতায়ালা নিশ্চয় আমাদেরকে রক্ষা করবেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, কোভিড-১৯ করোনার প্রাদুর্ভাব কাটিয়ে ঈদ সকলের জীবনে বয়ে আনুক, সূখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.