|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোনায় সাংবাদিককে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ, হুমকিদাতা ও স্ত্রী নির্যাতনকারীকে আইনের আওতায় আনার দাবী: দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২১
RTV নেত্রকোণা জেলা প্রতিনিধি গজনবী বিপ্লব জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঁইয়া পাড়ার ফজলু রহমানের ছেলে বিজিবি সদস্য হামিদুর রহমান হাসেম কর্তৃক স্ত্রী নির্যাতিত হয়ে থানায় মামলা করার ঘটনার বিষয়ে মোবাইল ফোনে তথ্য জানতে চাইলে RTV নেত্রকোণার জেলা প্রতিনিধি সাংবাদিক গজনবী বিপ্লবকে ০১৭৩৭-৩৮১৭৩২ নাম্বার থেকে ফোন দিয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। হুমকির ঘটনায় ৬মে ২০২১ ইং তারিখে 'সাংবাদিক বিপ্লব' নেত্রকোণা মডেল থানায় সাধারণ ডায়েরী করেন,যার নং- ২৬৬।
'সাংবাদিক বিপ্লবকে' হুমকির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ জেলার সাংবাদিকদের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
সাংবাদিক বিপ্লবের হুমকি দাতা ও স্ত্রী নির্যাতনকারী বিজিবি সদস্যকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে নির্যাতিতার বাবা মহিউদ্দিন বলেন, সাংবাদিকরা বস্তুু নিষ্ঠ তথ্য সংগ্রহ করে সত্য প্রকাশ করবে এটাই তাদের কর্তব্য। একারনে সাংবাদিককে হুমকি-ধমকি দিয়ে সত্য প্রকাশে বাধা সৃষ্টিকারী ও আমার মেয়েকে নির্যাতনকারী বিজিবি সদস্য হাসেমকে মামলা অনুযায়ী আইনের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.