|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বগুড়া শেরপুর থানার অভিযানে ২টি মোটর সাইকেল উদ্ধার সহ চোর গ্রেপ্তার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২১
শেরপুর থানা পুলিশ সারিয়াকান্দি উপজেলা দুর্গম চরে অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেল উদ্ধারসহ একজন চোর কে গ্রেপ্তার করে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, চৌকস পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো: আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলাম, এ এস আই মোঃ শফিউল ইসলাম, কনস্টেবল আইনুল হক , কনস্টেবল রেজাউল, কনস্টেবল আলফাজ গন সারিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় গত বৃহস্পতিবার ৬ ই মে ২০২১ রাত্রি ২ ঘটিকায় সারিয়াকান্দি উপজেলার বোয়াইল শংকরপুর দুর্গম চরে অভিযান পরিচালনা করে বোয়াইল ইউনিয়নের শংকরপুর গ্রামের আবদুল হাসেম এর ছেলে মোঃ সুজন মিয়া (১৯) গ্রেপ্তার করে এবং তার হেফাজতে থাকা
একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রংয়ের বাজাজ প্লাটিনা 100 সিসি মোটরসাইকেল ইঞ্জিন নম্বর DUMBSA45409, চেসিস নম্বর MD2DDDZZZSWA99252 ( ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর টেম্পারিং করা) এবং
একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রংয়ের TVS Apache RTR 150 সিসি মোটরসাইকেল ইঞ্জিন নম্বর C1G6227130, চেসিস নম্বর MD624HC11G2G..4279( ইঞ্জিন নম্বর চেসিস নম্বর টেম্পারিং করা) মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মোটরসাইকেল চোর চক্রের সকল সদস্যদের আইনের আওতায় আনার জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.