|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ উপহার গরীব দুখীদের মাঝে বিতরণ করেন ছাগলনাইয়া পৌরসভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২১
মুসলিম উম্মার পবিত্র মাহে রমজান ও কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার ছাগলনাইয়া পৌরসভা কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১ টায় পৌর প্রাঙ্গনে অসহায় দারিদ্র্য জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণে কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোঃ মোস্তফা।
"শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পৌরসভার ৪ হাজার ৬২১ জন অসহায় দরিদ্রের মাঝে ৪৫০ টাকা (প্রতি জনকে) এই অর্থ বিতরণ করা হয়।
পৌর মেয়র মোঃ মোস্তফা জানান, মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে অসহায়, দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ১ ও ৪ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে এ অর্থ বিতরণ করেছি। এ অর্থ বিতরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল প্রকার অসহায় জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা করে যাচ্ছেন। মমতাময়ী শেখ হাসিনা ‘সরকারী সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগী হয়ে তহবিল সংগ্রহ করে এতিম ও গরীব শিক্ষার্থী, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল শিক্ষক, শিল্পী, সাংবাদিকসহ যারা সাধারণভাবে সরকারী সহায়তার আওতাভুক্ত নন, তাঁদের মধ্যেও আর্থিক সহায়তা প্রদান করেছেন। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অবদান ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে।
অর্থ বিতরণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যলয়ের প্রতিনিধি রিয়াদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত হোসেন রিয়াদ সহ সকল পৌর কাউন্সিলরবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.