|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে অনুমোদন বিহীন ও অবৈধ ড্রেজার বন্ধ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২১
চাদঁপুর শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর খিলা ও ঘুঘুরচপ অংশে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যজিস্ট্রেট জনাব শিরীন আক্তার।
এসময় ড্রেজার মালিককে ঘটনাস্হলে না পাওয়ায় ও সরকারি কোন অনুমোদন না থাকার কারনে ড্রেজারের পাইপ গুলো ভেঙ্গে দিয়েছে উপস্থিত পুলিশ। কঠোর হুশিয়ারি দিয়ে বলেন কোন অবৈধ ড্রেজার থাকবেনা।
এসময় (uno) জানান ডাকাতিয়া নদীর সহ শাহরাস্তির যে কোন অংশে অবৈধ ভাবে/ অনুমোদনবিহীন ড্রেজার স্থাপন এবং বালি উত্তোলন করলে কঠোর আইনানুগ আওতায় নেওয়া হবে জানিয়েছেন। এবং অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনকারীদের সঠিক তথ্য উপজেলা নির্বাহী অফিসার (uno) কে জানানোর জন্য অনুরোধ জানান।
মোবাইল কোর্টে সহায়তা করেন শাহরাস্তি মডেল থানার পুলিশ।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.