|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পুনর্গণনা দিলে প্রাণ সংশয়, নন্দীগ্রামের ভোটকর্তার বার্তা দেখালেন মমতা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২১
ভোট মিটে গেলেও নন্দীগ্রাম নিয়ে শেষ হওয়ার লক্ষণ নেই।
সেখানে গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করে আসছে তৃণমূল।
এ বার মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রাণনাশের হুমকি রয়েছে বলে পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পাচ্ছেন নন্দীগ্রামের রিটার্নিং অফিসার। সোমবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে রিটার্নিং অফিসারের সঙ্গে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কথোপকথন তুলে ধরেন তিনি।
মমতা বলেন, ‘‘এক জনের কাছ থেকে তথ্য পেয়েছি। নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানিয়েছেন, বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে তাঁর প্রাণ সংশয় হতে পারে।
নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে।’’
ঠিক কার সঙ্গে রিটার্নিং অফিসারের ওই কথা হয়েছে, তা যদিও খোলসা করেননি মমতা।
তবে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আদালতে যাবেন তাঁরা। তত ক্ষণ পর্যন্ত ভিভিপ্যাট, ব্যালট এবং ইভিএম আলাদা আলাদা করে সরিয়ে রাখতে হবে। তদন্ত করে দেখা হবে, সেগুলিতে কোনও বিকৃতি ঘটানো হয়েছে কি না। মমতা বলেন, ‘‘৮ হাজারের উপর এগিয়ে থাকার মার্জিন এক নিমেষে কী করে শূন্য হয়ে যায়? ইচ্ছা করে সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। না হলে সারা বাংলার এমন ফলাফল, আর নন্দীগ্রামে আলাদা ফল কী ভাবে হয়?’’
শুধু তাই নয়, ভোটপর্বে পুলিশ প্রশাসনের একটা অংশ বিজেপি-র হয়ে কাজ করেছেন বলেও অভিযোগ করেন মমতা। তাঁদের রাজধর্ম পালনের আর্জি জানান তিনি। ভোটপর্বে নির্বাচন কমিশনের আচরণও পক্ষপাতদুষ্ট ছিল বলে মন্তব্য করেন মমতা।
লোকসভা থেকে বিধানসভা, দেশের আইনসভায় শূন্যে চলে গেল বাংলার সিপিএম
ভোটের ময়দানে প্রথম লড়াই, তবে খালি হাতেই ফিরতে হল কমল হাসনকে
সোমবার সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করবেন মমতা। দলের বিজয়ী নেতাদের নিয়েও একদফা বৈঠক করবেন।
সেখানেই শপথগ্রহণ এবং মন্ত্রিসভা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। তবে ভোটের ফলাফল সামনে আসার পর থেকে বিভিন্ন জেলা থেকে হিংসা এবং অশান্তির খবর সামনে এসেছে। তা নিয়ে প্রশ্ন করলে সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানান মমতা।
মমতা বলেন, ‘‘হিংসা থেকে বিরত থাকতে হবে। কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে হবে। শান্ত থাকুন। অভিযোগ থাকলে পুলিশের কাছে অভিযোগ জানান। শান্তি-শৃঙ্খলার দায়িত্ব পুলিশের।’’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.