|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় অর্থ সংকটে বন্ধ হয়ে আছে মুহাম্মদী আদর্শ নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার ভবন নির্মানের কাজ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২১
ফেনীর ছাগলনাইয়ায় পৌরসভার ৯নং ওয়ার্ড পূর্ব ছাগলনাইয়া গ্রামে ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুহাম্মদী আদর্শ নূরানী তা'লীমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসার জরাজীর্ণ ভবন নতুন করে নির্মাণ কাজ আর্থিক সংকটে স্থগিত হয়ে যায়।
[video width="426" height="240" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/05/1903613149804757.mp4"][/video]
আংশিক ভিডিও ঃ
এই অঞ্চলের মানুষের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ১৯৮৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাস্টার রফিকুল হক ভূঁইয়া। বর্তমানে শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে শিশু শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত।প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে এই প্রতিষ্ঠানে।ছয় জন শিক্ষক নিয়মিত পাঠদান দিয়ে যাচ্ছেন।
এই দ্বীনি প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে অনেক কষ্টে চলছে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেলো ভবন নির্মাণ কাজ ও রয়েছে অনেক খাতে আর্থিক ঘাটতি।মাদ্রাসা প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা মাস্টার রফিকুল হক ভূঁইয়া আকুতি করে বলেন, ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী সুনজর রাখলে আল্লাহর রহমতে এই ভবন নির্মাণ করা যাবে।
মাস্টার রফিকুল হক ভূঁইয়া আরো বলেন, এই মাদ্রাসা আল্লাহর দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোমলমতি শিশুদের জন্য দয়াকরে সবাই সহযোগিতা করবেন। যদি বিত্তবান কেউ সাহায্য করতে চান তাহলে যোগাযোগ, ০১৮১৭৬৪৭১৭৪( বিকাশ, পার্সোনাল), ব্যাংক হিসাব, অগ্রণী ব্যাংক, ছাগলনাইয়া শাখা ০২০০০০৩৯৬৮০৬৪, একাউন্ট নাম (মুহাম্মদী আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা)।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.