|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় সরকারী স্থাপনা নির্মাণে বাঁধা জনমনে আতংক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৬ নং পাঠানগড় ইউনিয়নস্থ বাংলাবাজার নামক স্থানে সরকারী জায়গা পাবলিক টয়লেট নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, সরকারের উন্নয়ন অংশ হিসেবে বাংলাবাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ে সামনের পশ্চিম পাশে প্রায় ৭২ ফুট সরকারী জায়গায় পাবলিক টয়লেট নির্মাণ এর বন্দোবস্ত করলে স্থানীয় এক শিল্পপতির নির্দেশে লোকজন এসে বাঁধা সৃষ্টি করে। স্থানীয়রা আরো জানান, সরকারী জায়গা দখল করে দখলকারীরা ভাড়া দিয়ে থাকে স্যানিটারি সরঞ্জাম তৈরি কারিদের কাছে। ফলে দীর্ঘদিন সরকারী জায়গা দখল করে মাসিক অনেক টাকা নিয়ে যাচ্ছে, এতে সরকার হারাচ্ছে রাজস্ব। এই সরকারী জায়গার মধ্যে যদি পাবলিক টয়লেট নির্মিত হলে বাজার ব্যবসায়ীদের যেমন সুবিধা হবে তেমনি সুবিধা ভোগ করবে পথচারীদের। স্থানীয়রা আরো জানান, শিল্পপতি'র লোকজন পাবলিক টয়লেট নির্মানে বাঁধা দেওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজদ্দৌলা মজুমদার কনস্ট্রাকশন এর কন্ট্রাক্টর মোশাররফ হোসেন মামুন জানান, তিন মাস ধরে স্থানীয় শিল্পপতি নজরুল ইসলাম হেলালী কেন সরকারী জায়গা সরকারী কাজে বাঁধা দিচ্ছে তা আমি জানিনা। তবে সংশ্লিষ্ট সকলের অনুমতিক্রমে এই সরকারী জায়গায় জনগনের সুবিধার্থে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। তিনি আরো জানান, এই বিষয়ে যদি কোন ধরনের আশংকা সৃষ্টি হয় তাহলে আইনের দ্বারস্থ হবে বলেও জানান।
অভিযুক্ত শিল্পপতি নজরুল ইসলাম হেলালী জানান, ১০০ বছরের পুরনো জায়গাটি আমাদের দখলে। আমি চাইনা স্কুলের সামনে এই পাবলিক টয়লেটটি হোক কারন টয়লেটটি হলে স্কুলের অবকাঠামো উন্নয়নে ভারসাম্য হারাবে। দুর্গন্ধ ছড়ালে শিক্ষক সহ ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্ন হবে। তিনি আরো জানান, বাজার কোথায় আর পাবলিক টয়লেট নির্মান কোথায় তৈরি করছে। আমরা চাই পুরনো টয়লেট যেখানে আছে সেখানে নির্মিত হোক। স্কুলের সামনে টয়লেট নির্মাণ হলে ছাত্রছাত্রীদের লেখাপড়া পরিবেশ নষ্ট হওয়ায় সহ মাদকের আড্ডা পরিনত হবে। আমরা সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি সেখানে এলাকাবাসীর জন্য একটা হাসপাতাল তৈরি করে দিবো আমার নিজস্ব অর্থায়নে। তারপরও কেন সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করতে চায় আমি বোধগম্য নই। তিনি সকলের সহযোগিতাও কামনা করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.