|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২১
বাংলাদেশি প্রবাসী শাহেদ আহমেদ মৌলভীরের সন্তান তিনি আরব আমিরাতের আবুধাবির ‘বিগ টিকেট’ র্যাফেল ড্রয়ে এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন বলে জানিয়েছন।
৫৫ বছর বয়স শাহেদ শনিবার ‘বিগ টিকেট’ এর র্যাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছে।
শাহেদ চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত ৪০ বছর ধরে তিনি আমিরাতের আল আইন শহরে বসবাস করছেন।
তার একটি কার ওয়ার্কশপের আছে তার মালিক তিনি নিজেই।
লটারি জেতার পর শাহেদ আহমেদের সাথে কথা বললে শাহেদ দৈনিক বাংলার অধিকার কে জানিয়েছেন, তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে আমিরাতে নিয়ে আসতে চান।
এছাড়াও, তিনি চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্থাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আপাতত আমি এই দুই পরিকল্পনা করেছি।
আমি খুবই খুশি, আমি এই প্রথমবারের মতো (এই লটারি) জিতেছি।’
শাহেদ আরো জানান, গত ২৬ মার্চ ‘বিগ টিকেট’র ২২৬ নম্বর র্যাফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকেটটি কিনেছিলেন বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.