দিনাজপুর জেলার বিরামপুরে নাশকতার মামলায় জামায়াতের পলাতক ৬ আসামি ও বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভূক্ত ৮ জন আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জামায়াতের আটককৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের ঈদগাহ আবাসিক (চকপাড়া) এলাকার মোঃ হাফিজুল ইসলাম বিএসসি, প্রফেসারপাড়া মহল্লার অধ্যাপক মুহাদ্দিস মোঃ এনামুল হক, একই মহল্লার প্রভাষক মোঃ মোকছেদ আলী, শিমুলতলী (গড়েরপাড়) মহল্লার ইয়াকুব আলী, উপজেলার দিওড় ইউপির দক্ষিনপাড়া গ্রামের মজনুর রহমান, কাটলা ইউপির হরিহরপুর গ্রামের মজিবর রহমান এবং ওয়ারেন্টভূক্ত ৮ জন আসামি হলেন, মজনু, সাইফুল, আইয়ূব, আব্দুল, সুজন, আতিয়ার, রমজান ও হুমায়ন।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জামায়াতের ৬ আসামীর বিরুদ্ধে বিরামপুর থানায় গত ১৬ মার্চ/২০২১ইং নাশকতার মামলা রয়েছে। মামলার পর থেকেই তাঁরা পলাতক ছিলেন। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে তাঁদেও গ্রেফতার করা হয়।
এছাড়াও বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৮ জন আসামিকেও আটক করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের শনিবার (২৪ মার্র) দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।