|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনা নিয়ে আতঙ্ক নয় চাই সচেতনতা সামাজিক দূরত্ব বজায় রাখুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২১
নিজে ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকতে উৎসাহিত করুন। ঘরে থেকে বিশেষ কোন প্রয়োজন ছাড়া বের হবে না। সর্বস্তরের জনসাধারণকে জানাচ্ছি যে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় আপনারা সচেতন হোন অন্যকে সচেতন করুন দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা সকলের মাঝে ছড়িয়ে দেবেন এই আশা প্রকাশ করছি
শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সকল মানুষকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে বলেছেন, জনাব, মোঃরাজা মিয়া
তিনি আরো বলেন, কোয়ারেন্টেনের ১৪দিন বাড়িতে অবস্থানের ক্ষেত্রে তাঁদের স্বজনদেরও সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে স্বজন, বাড়িওয়ালা, প্রতিবেশী সহ সমাজের সবার সহযোগিতা কামনা করে নোভেল করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
কারণ সারাদেশে ছড়িয়ে পড়া ভয়াল ঘাতক মহামারি নোভেল করোনা ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে সামাজিক দূরুত্ব বজায় রাখা। এই জন্যে দেশবাসীর প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন। সরকারি আইন মেনে চলুন।
পরিশেষ সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি প্রত্যাশা করছি
মোঃ রাজা মিয়া গাইবান্ধা,সুন্দরগঞ্জ,
দৈনিক বাংলার অধিকার প্রতিনিধি
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.