|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভুল চিকিৎসা প্রদানে প্রসুতি মায়ের অসুস্থা ও নবজাতকের মৃত্যুর প্রতিবাদে মানববন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২১
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা বন্দরস্থ "সেফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার" এর ভুল রিপোর্ট প্রদান ও চিকিৎসক ডাঃ সাবিহা নুসরাত তারিন এর ভুল চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়ায় চিকিৎসা প্রার্থী আবিদা সুলতানার অ-সময়ে গর্ভপাতে নবজাতকের মৃত্যুর প্রতিবাদে আজ ২১-০৪-২০২১ ইং বামনডাঙ্গা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের জামাল গ্রামে ভুক্ত ভুগীর পরিবার সহ স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করে।
ভুক্ত ভুগী পরিবার ও স্থানীয় সাধারণ মানুষের দাবী উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি, যেনো অবশ্যই দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষ অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
স্বাস্থ্য সেবা নিয়ে বানিজ্যের প্রতিবাদেও ভুক্তভুগী পরিবারের আব্দুল কাদের তার সন্তান সম্ভবা স্ত্রী আবেদা সুলতানাকে ভুল রিপোর্ট দেয়ায় ও ভুল চিকিৎসার কারনে অসময়ে গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর জন্য ডায়াগনস্টিক সেন্টার ও ডায়াগনোসিস করা ডাক্তার ও প্রেসক্রিপসন করা চিকিৎসকে দায়ী করে মানববন্ধন করছেন ও তিব্রনিন্দা করে দায়ীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
বুধবার সকালে বামনডাঙ্গা ইউনিয়নের জামাল বাজারে স্বাস্থ্যবিধি মেনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, মতলুবুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।
এতে বক্তরা বলেন, সেফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বারবার অনেক ভুল রিপোর্ট দিয়ে গরীব ও অসহায় মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন।
তাই দ্রুত সুষ্ঠ তদন্ত করে এই ডায়াগনস্টিক সেন্টারকে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
পাশাপাশি সংবাদ কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা উর্ধতন কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.