|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২১
সামপ্রতি করেনার কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।
তিনি বলেন, ‘করোনাভাই কোভিট ১৯ এর কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায়ার কারনে সম্প্রতি দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এরপর গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হয়। এই দুই সপ্তাহের
লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল।
(দূরত্ব রেখে চলাচল করুন মাক্স পড়ে বের হবেন।)
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.