ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক লকডাউন সফল করার লক্ষে বিরামহীন ভাবে চলছে মোবাইল কোর্ট। লকডাউন সফল করার লক্ষে প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার (২০ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হোমায়ারা ইসলাম তিশা’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ছাগলনাইয়া পৌরসভার জিরোপয়েন্ট, উপজেলার পাঠানগর ইউনিয়নস্থ বাংলাবাজার, পাঠাননগর রাস্তার মাথা, পাঠাননগর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জারীকৃত সরকারী নির্দেশ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারী আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় দন্ডবিধির বিভিন্ন ধারায় ২১ টি মামলায় মোট ১০,৭০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা ছিল ছাগলনাইয়া থানা পুলিশ সদস্য সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
লকডাউন সফল করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট হোমায়ারা ইসলাম তিশা।