|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিশু ধর্ষণের অভিযোগে লোকমানকে গ্রেফতার করেছে পুলিশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২১
বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলায় ১৩ বছরের শিশু মাদরাসাছাত্রী অপহরণ করে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান লোকমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার লোকমান কামালপুর ইউনিয়নের চমকাদহ গ্রামের অফের আলীর ছেলে।
স্থানীয় আমাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আব্দুর রহমান লোকমান একই গ্রামের চমকাদহ দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৬ মার্চ রাতে মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে।
উক্ত বিষয়ে গণমাধ্যম কর্মীদের নজরে আসিলে বাংলাদেশ পাবলিক টিভি, বাংলাদেশ ৭১ সংবাদ এবং স্থানীয় গণমাধ্যম মিডিয়াগুলি সোচ্চার হয়ে নিউজ করে,সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় মেয়ের মা গত শুক্রবার সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে লোকমানকে গ্রেফতার করা হয়।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, নন্দীগ্রাম থানা পুলিশের সহযোগিতায় গত শুক্রবার রাতেই বগুড়ার নন্দিগ্রাম থানার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামি আব্দুর রহমান লোকমানকে গ্রেফতার করা হয়।
ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
অসহায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ হয়ে যে সমস্ত মিডিয়াকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করেছেন অপরাধীকে আইনের আওতায় আনার জন্য, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ 64 জেলা সাংবাদিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব জাকির হোসেন ও বাংলাদেশ পাবলিক টিভি,,
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.