|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ চালু, থানায় অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির নির্মাণ কাজ করায় অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামের বাদল হোসেন নামে এক ব্যক্তি পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি উপজেলার জগথা ফকির পাড়া নামক স্থানে ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের মৃত মসির উদ্দিনের ছেলে বাদল হোসেনের পৈত্রিক সম্পত্তি অবৈধ ভাবে দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করলে সেই মামলাটি আদালতে চলমান রয়েছে। সেই সাথে ১৪৪'ধারা জারি করা আছে সে জমিটিতে কিন্তু সেই আদালতের আদেশ অমান্য করে সেই মামলার আসামী আলেয়া বেগম,নুরুল আমিন,আলম হোসেনসহ বেশ কয়েকজন রাজমিস্ত্রি কাজ শুরু করেন।
এতে পুলিশ ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত নুরুল আমিন বলেন,আদালতে মামলা চলছে কিন্তু তারা ৪'বার টাইম পেয়ার দিচ্ছে আমরা গরিব মানুষ আমার থাকার ঘর নেই গুরুস্থানে বসবাস করছি তাই কাজ শুরু করেছি।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.