|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
ঝিনাইগাতীতে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে কোটি টাকা মুল্যের সরকারি জমি উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারের সরকারি জমির উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কোটি টাকা মুল্যের জমি উদ্ধার করা হয়েছে। ১৭এপ্রিল শনিবার উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার ভুমি জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন,ইউপি সদস্য আসাদ আলীর উপস্হিতিতে বাজারের ১৫/২০টি অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়। অবৈধ স্থাপনা নির্মাণকারীরা প্রশাসনের নির্দেশে নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে নেন। জানা গেছে,স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে জবরদখলে রাখে। উদ্ধারকৃত জমির মূল্যে কয়েক কোটি টাকা হবে। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ায় পাইকুড়া বাজারের সৌন্দর্য বর্ধনে সহায়ক হলো। উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ বলেন সরকারি জমি উদ্ধারের ব্যাপারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.