|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় যুবলীগ নেতা বাবলু’র ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২১
করোনা মহামারি ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফেনীর ছাগলনাইয়া চলছে লকডাউন সাথে রয়েছে মুসলিম উম্মার সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। তারই ধারাবাহিকতা লকডাউন ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড মটুয়ায় (দক্ষিন, উত্তর ও মধ্যম মটুয়া) গরীব, দুখী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাগলনাইয়া উপজেলা সাবেক ছাত্রলীগ, যুবলীগের নেতা ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী (বাবলু)। তিনি ১৩ এপ্রিল হতে অবধি আজও ৮ নং ওয়ার্ড মটুয়ায় গরীব, দুখী ও কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে স্ব-হস্তে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এছাড়াও মানব দরদী গিয়াস উদ্দিন (বাবলু) মটুয়া দক্ষিন পাড়া বায়তুল নুর জামে মসজিদ নির্মাণ কাজে নগদ দশ হাজার টাকা ও মধ্যম মটুয়া মজুমদার জামে মসজিদ ঈদগাঁহ নির্মাণ কাজে ১০ ব্যাগ সিমেন্ট মসজিদ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।
গিয়াস উদ্দিন পাটোয়ারী (বাবলু) দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, করোনা মহামারি ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন চলছে। এবংকি মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এ অবস্থায় আমার প্রানপ্রিয় ৮ নং ওয়ার্ডবাসির মধ্য তৃতীয় ধাপেও যারা গরীব, দুখী ও কর্মহীন তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিজ হাতে ইফতারি সহ খাদ্য সামগ্রী আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমার এই সাহায্যে আমার মটুয়াবাসির কল্যানে অব্যাহত থাকবে। আমি বেঁচে থাকতে মটুয়ার কোন গরীব দুখী অসহায় মানুষ না খেয়ে থাকতে পারবেনা এটাই আমার অঙ্গিকার।
এসময় উপস্থিত ছিল উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী আসাদ আল মাহমুদ, ছাগলনাইয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন কিরন, ৮নং ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন সোহেল, উপজেলা যুবলীগ সদস্য আবদুল আহাদ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গিয়াস উদ্দিন পাটোয়ারী (বাবলু) পৌরসভার ৮ নং ওয়ার্ড লমী পাটোয়ারী বাড়ির মরহুম আবু আহম্মদ পাটোয়ারী ওরপে হকাই পাটোয়ারী'র গর্বিত সন্তান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.