|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নেত্রকোণা সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী রাসেল মৃধা সড়ক দূর্ঘটনায় নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২১
ময়মনসিংহে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রাসেল মৃধা নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।ময়ময়সিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের শম্ভুগঞ্জ স্বপ্নার মোড় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মৃধা নেত্রকোণা সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস জানান, রাসেল মৃধা আজ সকালে অফিসের কাজে নেত্রকোণা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে নেত্রকোণাগামী ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৫১৯৮) মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান! পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ পুলিশের কাছে হস্তান্তর করে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়না- তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির কর্মস্থলে খবর দেয়া হয়েছে,তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.