সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্বব্যাপি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশেও আগামীকাল থেকে লকডাউন ঘোষনা করেছে সরকার তারমধ্যে শুরু হচ্ছে মুসলিম উম্মার সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। তারই ধারাবাহিকতা লকডাউন ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড মটুয়ায় গরীব, দুখী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাগলনাইয়া উপজেলা সাবেক ছাত্রলীগ, যুবলীগের নেতা ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী বাবলু। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে ৮ নং ওয়ার্ড মটুয়ায় গরীব, দুখী ও কর্মহীন প্রায় দুই শতাধিক মানুষের ঘরে ঘরে গিয়ে স্ব-হস্তে ত্রান সামগ্রী পৌঁছে দেন।
গিয়াস উদ্দিন পাটোয়ারী (বাবলু) দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, আগামীকাল থেকে দেশব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন হতে যাচ্ছে এবংকি মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান মাস শুরু হচ্ছে। এমতাবস্থায় আমার প্রানপ্রিয় ৮ নং ওয়ার্ডবাসির মধ্য যারা গরীব, দুখী ও কর্মহীন তাদেরকে খুঁজে খুঁজে বের করে প্রায় দুই শতাধিক মানুষকে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সামান্যতম উপহার তুলে দিই। যতদিন বেঁচে থাকব ততদিন আমার ওয়ার্ডবাসিকে খেদমত করে যাবো ইনশাআল্লাহ্।
গিয়াস উদ্দিন পাটোয়ারী (বাবলু) পৌরসভার ৮ নং ওয়ার্ড লমী পাটোয়ারী বাড়ির মরহুম আবু আহম্মদ পাটোয়ারী ওরপে হকাই পাটোয়ারী'র গর্বিত সন্তান।
উপহারের মধ্য ছিল আলু দুই কেজি, পেঁয়াজ এক কেজি, চিনি দেড় কেজি, ছনা বুট দেড় কেজি, চিড়া আধা কেজি, মুড়ি আধা কেজি, সেমাই এক প্যাকেট, তৈল এক লিটার, মশুর ডাল এক কেজি ও খেজুর আধা কেজি।