|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পদক্ষেপ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২১
★ব্যাংক, এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত;
★স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ১৪ দিনের সরকারি ছুটি ঘোষণা;
★গ্যাস বিদ্যুৎ বিল তিন মাস স্থগিত;
★দেশের মানুষের স্বার্থে নববর্ষের অনুষ্ঠান বাতিল এবং সেই টাকা কোরোনা রোগীদের জন্য সরঞ্জাম ক্রয় করতে আদেশ;
★আগামী ২ মাসের বাড়ি ভাড়া মওকুপের জন্য সকল বাড়িওয়ালাদের আদেশ।
★সকল প্রাইভেট প্রতিষ্ঠানকে তাদের কর্মচারীদের ১ মাসের ছুটি এবং বেতন দেয়ার আদেশ।
★১ লক্ষ দিন মজুরদের ১ মাসের খাবার দ্রব্যাদি দেয়ার জন্য সেনাবাহিনী নিয়োজিত থাকবে।
★এছাড়াও করোনা মোকাবেলার জন্য ১০০ কোটি থেকে
এখন ৫০০০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কবে থেকে কায্যকর হবে এবিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান। তবে ইতিমধ্যে কায্যকর হবে বলে একটি সুএে জানা যায়।
সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য বঙ্গবন্ধুরকন্যা ,দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশবাসির অভিনন্দন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.