ফেনীর ছাগলনাইয়া জমদ্দার বাজার সংলগ্ন ঐতিয্যবাহী সরকারী শিশু পরিবারে (বালক) পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
শিশু পরিবার কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, শিশু পরিবারের ভবনটি অনেক পুরনো হয়ে দেয়াল গুলিতে ফাটল ধরে ঝুঁকিপূর্ণতে রয়েছে। যেকোন মুহুর্তে ভবনটি ধসে পড়ে মৃত্যুর মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ২ টায় ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান সরেজমিনে এসে পরিদর্শন সহ ঝুঁকিপূর্ণ ভবনের বিভিন্ন কক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ও আগত অতিথিবৃন্দ পরিদর্শনে এলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন, জেলা এলজিআরডি নির্বাহী প্রকৌশলী মোঃ হাসান আলী, গণপূর্ত নির্বাহী (ফেনী) নির্বাহী প্রকৌশলী সাদ মোঃ আন্দালিব, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, প্রকৌশলী নজিবুর রহমান, সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, সরকারী শিশু পরিবার (বালক) উপ-তত্ববধায়ক কাজী সামীউল হক সহ শিশু পরিবারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।