|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লেবাননে জন্ম সাত বছরের শিশু জয়নাবা এখন বাংলাদেশে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২১
মা বাংলাদেশি ডলি বেগম, লেবানেনে দীর্ঘদিন গৃহকর্মীর কাজ করতেন। বাবা পাকিস্তানি, জয়নবা জন্মের পরেই নিরুদ্দে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে লেবাননেই মারা যান। মায়ের মৃত্যুর সময়ও কাছে ঢাকার বস্তিতে।
জয়নবার মা ডলি বেগমের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ দূতাবাস মরদেহ ও শিশু জয়নাবাকে উদ্ধার করে।
এরপর বাংলাদেশ দূতাবাস ডলির পরিবারের সন্ধানে সহায়তা চায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও ব্র্যাকের কাছে। পরিবার খুঁজে ডলির স্থানীয় দাফন ও জয়নবাকে দেশে আনতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে স্বজনদের নিয়ে আবেদনে সহায়তা করে ব্র্যাক।
সেসময় জয়নবাকে সেদেশে থাকা এক বাংলাদেশি নারীর কাছে দেওয়া হয় লালন পালনের জন্য। কিন্তু কিছুদিন পর শিশুটিকে সেই নারী তার কাছে রাখতে অপারগতা জানান পরে জয়নবাকে পাঠানো হয় লেবানন ডির্পোটেশন নামে একটি ক্যাম্পে।
কীভাবে জয়নবা বাংলাদেশে?
এরপর টাভেল পাস দিয়ে চলতি বছরের ১৯ মার্চ এক বাংলাদেশির সঙ্গে জয়নবাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় দূতাবাস।
জয়নবা এখন ঢাকার সায়দাবাদে ষাটোর্ধ্ব বৃদ্ধ খালার কাছে আছে। পরিবারটির আয়ের উৎস স্বামী পরিত্যক্তা খালাতো বোন শিল্পীর রোজগারে।
শিল্পী আবার সায়দাবাদ বস্তিতে শিশুদের বাইসাইকেল মেরামত ও ভাড়া দিয়ে দিনে দুই থেকে আড়াইশ টাকা আয় করে সংসার চালান। তার এই অভাবের সংসারে জয়নবার এখন শুধুই যন্ত্রণা।
শিল্পী জানান,‘জয়নবা লেবাননে বড় হয়েছে, শিশুটি জানে না যে তার চাওয়া-পাওয়া আমার পক্ষে মেটানো সম্ভব কি না।
কোনো কিছুর বায়না করলে তো আমি তা দিতে পারিনা । আবার জয়নবার মা নেই বাবাও পাকিস্তানি, আমি এখন তাকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না।
আমি চাই সরকার বা সমাজের বিত্তবানরা এতিম জয়নবার পাশে দাঁড়ায় তাহলে সেই হয়তো সুন্দর জীবনের স্বপ্ন দেখবে।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.