|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পুনরায় ১৪ই এপ্রিল থেকে আবার ও লকডাউনের সম্ভবনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২১
সরকার করোনা মহামারী পরিস্থিতির কথা চিন্তা করে লকডাউনের কথা বলেছেন। সারাবিশ্বে ছড়িয়ে আছে করোনা, বিশ্বের বিভিন্ন দেশে ও বর্তমানে কারফিউ মতো লকডাউন চলছে।
বাংলাদেশের মতো একটি ছোট দেশে জনসংখ্যা বেশিরভাগ, সাধারণ মানুষের মাঝে হতাশা - ঐ দিকে করোনা আর অন্যদিকে মানুষের কাজকর্ম বেহাল অবস্থা।
আমরা যদি সারাবিশ্বে দিকে তাকিয়ে দেখি, তাহলে বাংলাদেশ আগে কিছু টা হলেও কমছিলো করোনা কোভিট ১৯।
,বর্তমানে হু হু করেই বাড়ছে কোভিট ১৯ আর এই মোহামারি করোনায় ধংশ করে দিয়েছে সাধারন মানুষের ব্যাবসা বানিজ্য চাকুরী, যখনই করোনার মতো ব্যাধির নাম শোনেন আতংকিত হয়ে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো।
বর্তমানে সরকারের উচিৎ হবে সাধারণ ব্যাবসায়ীর উপর নজর রাখা, তাদের ব্যাবসার উপর শিথিল করা ও একটি নিদিষ্ট সময় সূচি দেয়ার - এতো সাধারণ এেতারা সুবিধা করতে পারবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রি ফরহাদ হোসেন
সরকারী একটি বিবৃতিতে জানিয়েছেন -
জরুরী সেবা ছাড়া সরকারি- বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও জানিয়েছেন পোশাক কারখানা গুলো বন্ধ থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.