|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা” মানব সেবায় সর্বত্র-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২১
১ এপ্রিল বৃহস্পতিবার "রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা " নামে সেচ্ছা সেবী সামাজিক সংগঠন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ক্যান্সার রুগী আবদুল আউলাল (৬০) এর পাশে এসে দাঁড়ায়।
"রক্তই হোক আত্মার বন্ধন" এই স্লোগান নিয়ে সংগঠনের সদস্য সুজন (২৭)
গোল্ডেন হসপিটাল এন্ড সিটি স্ক্যান সেন্টার এ ক্যান্সার আক্রান্ত রুগী
আবদুল আউয়াল (৬০) কে বিনামূল্যে লাল ভালোবাসা দিয়ে তার পাশে এসে দাঁড়ান।
দৈনিক বাংলার অধিকার এর প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে রুগী আবদুল আউয়াল (৬০) জানান আজ তোমরা আমার এই ক্রান্তি লগ্নে আমার পাশে এসে যেভাবে দাঁড়িয়েছ । তোমাদের ভালোবাসায় আমি মনে হয় যেন বর্তমানে নতুন জীবনের স্বাদ খুঁজে পেয়েছি। তোমাদের সংগঠনের জন্য দোয়া রইলো।
সুজন জানান ঃ জামশেদ হোসেন বাপ্পী ভাইয়ের অনুপ্রেরণায় আজ আমি একটি মুমূর্ষ রুগী পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে।
যত দিন বেঁচে থাকবো চার মাস (১২০ দিন ) অন্তর বিনা মূল্যে রক্ত দান করে যাবো।
"রক্তের সন্ধানে আমরা ৬৪ জেলা " সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন জানান ২৪ আগষ্ট ২০২০ সন থেকে এই সংগঠন বাংলাদেশের ৬৪ জেলায় রক্ত দানের নিয়ম মেনে এক ঝাঁক রক্ত দাতা বিনা মূল্যে রক্ত দান করে আসছে। বর্তমানে এই সংগঠন সারা বাংলাদেশে রক্ত দানে প্রায় ১৫ হাজার পরিবারককে মুখে হাঁসি ফুটিয়েছে। সারা বংলাদেশে রয়েছে আমাদের সেচ্ছাসেবক টিম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.