|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রোহিতা ইউপি’র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক লিটনের বাসুদেবপুর গ্রামে সাধারণ মানুষের সাথে মতবিনিময়- banglarodhikar
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২১
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী, রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সমাজসেবক প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটনের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
তারই ধারাবাহিকতায় গতকাল বিকালে ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গ্রামে এসে জনসেবামুলক কার্যকলাপের সাথে-সাথে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং সকলের কাছে দোয়া, আশির্বাদ ও সমর্থন কামনা করছেন। এসময় সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, একজন সৎ, দায়িত্ব সীল, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ন। রাজনৈতিক মহলে একজন সৎ, সু-দক্ষ রাজনীতিবীদ হিসেবেও বেশ সুখ্যাতী রয়েছে তার। তাকে রোহিতা ইউনিয়নবাসী চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। এসময় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক হোসেন আলী, আওয়ামীলীগ নেতা জয়নাল মোড়ল, মহির হোসেন, আফতাপ হোসেন, মজিত হোসেন, ১নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন, ৩ নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি শরিফুল ইসলাম, রোহিতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, দপ্তর সস্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগনেতা ওমর ফারুক, শাহিনুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি কেসমত আলী সদ্দার, সাধারণ সম্পাদক সাহেব আলীছাত্রলীগ নেতা আজিজুর রহমান ইমন, শামিম হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.