|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্বাধীনতা দিবস উপলক্ষে রাত্রিকালীন মিনি ফুটবল টুর্ণামেন্টে সোনাগাজী ক্রিকেটার্স ক্লাব চ্যাম্পিয়ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর ইউনিয়নস্থ উত্তর কুহুমা নাসিরা দীঘি এলাকায় জমকালো আয়োজনে মধ্যে দিয়ে শেষ হল স্বাধীনতা দিবস রাত্রিকালীন মিনি ফুটবল টুর্ণামেন্ট। স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) রাতে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তর কুহুমা যুব সমাজের আয়োজনে চলতি মাসের ৭ই মার্চ উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে জেলার মোট ২৪ টি দল অংশগ্রহণ করে। ২৪ টি দলের ফাটাফাটি লড়াই শেষে স্বপ্নের ফাইনালে উঠেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী সোনাগাজী ক্রিকেটার্স ক্লাব ও এভারগ্রীণ ফুটবল একাডেমি সোনাগাজী। খেলার নির্ধারিত সময় শেষে দুই দল গোল শূন্য ভাবে ড্র হলে নিয়ম অনুযায়ী ট্রাইবেকারে সিদ্ধান্ত হয়। ট্রাইবেকারে এভারগ্রীণ ফুটবল একাডেমি কে ১-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে সোনাগাজী ক্রিকেটার্স ক্লাব।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আবুল হাশেম'র সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম। খেলার উদ্বোধক ও পৃষ্ঠপোষকতা ছিলেন সমাজসেবক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, চাটখীল প্রাইম ব্যাংকের পরিচালক সাইফুল ইসলাম ফরায়েজী, সাবেক ইউপি সদস্য মাঈন উদ্দিন মজুমদার, বর্তমান ইউপি সদস্য সিরাজুল ইসলাম পাটোয়ারী, ছাগলনাইয়া থানার এসআই জাহাঙ্গীর আলম দর্জি সহ আরো অনেকে।
খেলা শেষে রানার্সআপ দলকে পনের হাজার টাকা সাথে সম্মাননা ক্রেষ্ট ও ট্রফি ও বিজয়ী দলকে একুশ হাজার টাকা সাথে ট্রফি প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম (মানিক), জসীম উদ্দিন ও হিছাছরা উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক দেলোয়ার হোসেন। খেলা শেষে আগত অতিথি শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.