|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের উপর হামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২১
রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশের ওপরেও মিছিলকারীরা হামলা চালায়।
বেশ কিছু ছবি ও ফুটেজে এর প্রমাণও পাওয়া গেছে। তবে এর মধ্যে একটি ছবি পুলিশ সদস্যের। দেখা যাচ্ছে এক পুলিশ সদস্যকে লাঠি/ পাইপ দিয়ে পেটাচ্ছে একদল ব্যক্তি।
পুলিশের মাথায় কালো হেলমেট, মুখমণ্ডলে এক কাদি ডাব। বোঝাই যাচ্ছে, পুলিশ সদস্যের ওপর ডাব ছুড়ে মারা হয়েছে। পুলিশ সদস্যের হাতে ওয়াকিটকি, তিনি আত্মরক্ষারও চেষ্টা করছিলেন না। সম্ভবত জ্ঞান হারিয়েছিলেন।
জ্ঞান হারানো ব্যক্তিকে এভাবে পেটানো অবশ্যই মানবাধিকার লঙ্গন। আইনত দণ্ডনীয় অপরাধ।
দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন ভাবে মারবে, তাহলে সাধারণ জনগনের কি হবে।
পুলিশের কঠোর হওয়া ও নিরীহ মানুষের জানমালের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.